করোনা ভাইরাসের আতন্কে দিশেহারা সারা ইতালি
রিপোর্টার,
এনায়েত হোসেন বিপ্লব ভেনিস, ইতালি ঃ
বেশ কিছু দিন যাবত রেড এলাট জারি।
ইতালি সরকার আগামী ০৩/০৪/২০২০ তারিখ যাবত জরুরি অবস্থা জরি করেছে।
জন জীবন অনেক টা থমকে গেছে, খাবার ও ওষুধের ছাড়া প্রায় সব ধরনের দোকান বন্ধ রাখতে সরকারি ভাবে নির্দেশ করেছে।
প্রয়জন ছাড়া বাহিরে ঘুরাঘুরি করলে জেল জরিমানা হতে পারে বলে সরকার জানিয়েছে।
আনুমানিক ৯৫% কর্মস্হল বন্ধ হয়ে গেছে বলে ধারনা করা যাচ্ছে।
বাস,ট্রাম,ট্রেন দুই, একটা চলাচল করে সেখানে যাএীর সংখ্যা খুবই কম দেখা যায়,
আন্তর্জাতিক ফ্লাইট শুধু রাজধানী থেকে যাচ্ছে তাও এক থেকে দুই টা,
গত ১৩/০৩/২০২০ইং তারিখের ফ্লাইটে প্রায় ১৩০ জন ইতালি প্রবাসী বাংলাদেশে গিয়েছে।
তাদেরকে আসকোনা হাজী কম্পে ১৪ দিনের জন্য থাকতে হবে।
এতে ইতালি প্রবাসীরা প্রচন্ড কিপত
তারা সকল প্রকার সাস্হ পরিক্ষা করার পরেও নাকি বিভিন্ন প্রকার হয়রানি করা হচ্ছে বলে যানা গেছে।
যারা দেশে গেছেন তারা জানিয়েছেন তাদের কাজ না থাকার কারনে তারা দেশে গিয়েছেন।
এখানে থাকলে প্রতি মাসে প্রায় ৪০,০০০/০০ থেকে ৫০,০০০/০০ টাকা খরচ আছে।
তাই তারা তাদের প্রিয়জনদের কাছে গিয়েছেন।
তারা আরো জানিয়েছেন মৃত জখন আসবে আল্লাহ ছাড়া কোন রক্ষা করার কেউ নেই,
এখন যারা দেশে যাইতে চাচ্ছে তারা অনেক চিন্তিত,
সুন্দর ভাবে বাড়ি যাইতে পারবে কিনা।